রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃশেখ আছলাম
মুন্সীগঞ্জ শ্রীনগর ষোলঘর ইউনিয়নের কেয়টখালীতে ফুটবল টুর্নামেন্ট- ২০২১ এর ফাইনাল ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। ১৭জুন বৃহস্পতিবার পশ্চিম কেয়টখালী মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“মাদককে না বলুন ক্রীড়াকে হ্যা বলুন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার যুবসমাজকে খেলায় মণোনীবেশ করনের লক্ষে শুশীল সমাজ এ আয়োজন করেন। স্কুল ও কলেজ দীর্ঘদিন করোনাকালীন সময়ে বন্ধ থাকায় উঠতি যুবকরা মোবাইল গেইম ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পরছে ঠিক এইসময়ে ষোলঘর ইউনিয়েনের চেয়ারম্যান মোঃআজিজুল ইসলামের ফুটবল খেলার উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি মোঃ আজিজুল ইসলাম চেয়ারম্যানকে যুবসমাজের পক্ষ হতে সাম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে চেয়ারম্যান অতিথি হয়ে নিজ হাতে চ্যাম্পিয়ন দলকে ১টি ফ্রিজ ও রানার্সআপ দলকে ১টি ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি হাতে তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক, ষোলঘর ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ শাহজালাল। ইউপি সদস্য, ইনছান খালাসী, সুলতান আহামেদ ফিরোজ চোকদার, নজরুল ইসলাম সহ প্রমুখ।
Leave a Reply