বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি বিভাজন জনগন প্রত্যাশা করে না : কোতোয়ালিতে ডা: ইরান সোহরাওয়ার্দী কলেজস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার পার্টি অনুষ্ঠিত শ্রীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের  সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত মিথ্যা ওয়ারিশ সনদ প্রদান করায় চেয়ারম্যানকে নিগ্যাল নোটিশ মুন্সীগঞ্জে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু সিরাজদিখানে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতে ইসলামীর র‍্যালী ও পথসভা সনদ দিতে টাকা চাওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকে লিখিত অভিযোগ শ্রীনগরে মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত শ্রীনগরে মাসিক শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাইট পরিবর্তনে এক কোটি টাকা আত্বসাতের অভিযোগ

বিজ্ঞাপন

শ্রীনগরে জমিজমা নিয়ে মামলার দ্বন্দ্বের জেরে উভয় পক্ষে সংঘর্ষ,আহত-৪

শ্রীনগরে জমিজমা নিয়ে মামলার দ্বন্দ্বের জেরে উভয় পক্ষে সংঘর্ষ,আহত-৪

 

 

 শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

 

গত রবিরার(৩০ জুন)মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে মামলা দ্বন্দ্বের জেরে উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইভোগ এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে।মারপিটে ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে জখমীদের আত্নীয় নিলুফা বেগম বাদী হয়ে একই এলাকার রিপন বেপারীসহ ১০ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-০২(০৬)২১ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬/১১৪ পিসি।

বাদীর মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাসাইলভোগ মৌজাস্থিত সিএস ৩৬, এসএ ৪ ও আরএস ২১১ খতিয়ানভুক্ত ১৫০ ও ১৫১ দাগের ৩৪ শতাংশ নাল হালে বাড়ীর উহার কাতে সোয়া ২৩ শতাংশ জমি বাদীসহ তার বোনেরা পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক এবং দখলদার। একই এলাকার বদিউজ্জামান খান তুহিনগং উক্ত সম্পত্তি ক্রয়সূত্রে মালিক দাবী করে দখলের পায়তারা করে আসলে নিলুফা বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং-১৭৮/২০ ও পিটিশন মোকদ্দমা নং-১১৭/২০ ধারা-১৪৫ ফৌঃ কাঃ বিঃ দায়ের করেন। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখিত শত্রুতার জের ধরে ঘটনার দিন বাদীর বোন নাজমা বেগম, আখি বেগমদ্বয় মুন্সীগঞ্জ কোর্ট হতে বাসাইলভোগ নোয়াব আলীর দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্র বদিউজ্জামান খান তুহিন, নজরুল ইসলাম ওরফে নিলু মৃধাসহ একই এলাকার মৃত খোরশেদ বেপারীর ছেলে রিপন বেপারী, আকাবর, বেজগাও গ্রামের মান্নান দেওয়ানের ছেলে শহিদুল ইসলাম, ফয়সাল, আব্দুস সামাদের ছেলে মিন্টু, মৃত বারেকের ছেলে সোহাগ,রিপন বেপারীর স্ত্রী রিপা বেগম, আকাবরের স্ত্রী চায়না বেগমসহ আরো অজ্ঞাতনামা ৮/১০ জন তাদের পথরোধ করে। বদিউজ্জামান ও নিলু মৃধার হুকুমে তাদেরকে এলোপাথারী কিলঘুষি ও হত্যার উদ্দেশ্যে লাঠি লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের গুরুত্বর জখম করে এবং পরনের কাপড় চোপড় টানাহেচড়া করে বিবস্ত্র করে।

জখমীদের রক্ষার জন্য নাতী আবির(১৩) এগিয়ে আসলে তাকে ব্যাপক মারধর করে আহত করে। বিপন বেপারী বাদীর গলায় থাকা ১ ভরি ও আকবরের স্ত্রী চায়না বেগম বোন আখি বেগমের গলায় থাকা ১২ আনা স্বর্ণের চেইন হাতে থাকা পার্টসে থাকা নগদ টাকা ও ব্যাগে থাকা জমির মুল্যমান দলিলপত্র নিয়ে যায়। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহতদের খুন করার হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এব্যাপারে বদিউজ্জামান খান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন , আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে কাজ করতে গেলে তারা বাধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে আমিও থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে শ্রীনগর থানার এস,আই আজিজুুল হক ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে থানায় নিয়মিত মামলা রুুজু হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

No description available.

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

ভারপ্রাপ্ত সম্পাদকঃ ইঞ্জিঃ সোহরাব হোসেন শাহেদ

সহঃ ভারপ্রাপ্ত সম্পাদকঃ রিফাত আহম্মেদ

নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোহাম্মদ হাসান

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সগির আহম্মেদ

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs