বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
রাকেশ সরকার
ঢাকার পূর্ব দক্ষিনের মুল সড়কের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় অনেক যত্রীবাহী পরিবহন চলাচল করে আসছে।তার মধ্যে যাত্রাবাড়ী হতে পূর্ব অঞ্চলে যাওয়ার পথ যতটা না আরামদায়ক,তার চেয়ে দ্বিগুন কষ্ট পোহাতে হয় পূর্ব হতে যাত্রাবাড়ী যাওয়ার পথে,মুলত বাস স্ট্যান্ডে যাওয়ার দিকে।যেখানে ছোট বড় অনেকগুলো গর্ত রয়েছে,যেখান দিয়ে পায়ে চালিত রিক্সা চলাচল করাই রীতিমতো দুর্ঘটনায় শামিল।
এমতাবস্তায় ১৯/০৬/২১ ইং তারিখে রাত আনুমানিক ৮ ঘটিকার সময় উল্লেখিত রাস্তা দিয়ে পথচারীদের চলাচলের পথ দিয়ে দুই চাকার ইঞ্জিন চালিত বাইক,বাই সাইকেল পাশাপাশি মানুষজনের চলাচল করতে দেখা যায়।উক্ত স্থানে কর্মরত এক ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখে জিজ্ঞাস করলে জানা যায় যে,উক্ত রাস্তার এই বেহাল অবস্থা বেশ কয়েক মাস ধরে।তবে এর উন্নয়নের কথা জানতে চাইলে কর্মরত অফিসার এক কথায় বলে দেন যে,যদি এখানে কিছু বস্তা রাবিশ ফেলানো যায় তবে হয়তো উক্ত রাস্তায় চলাচলরত সকল ধরনের পরিবহন কিছুটা স্বস্তি বোধ করবে বলে আশা করা যায় বলে তিনি মন্তব্য করেন।
তাছাড়া উল্লেখিত স্থানের আশপাশে বসবাসরত উপস্থিত কিছু সাধারণ লোকদের সাথে উক্ত রাস্তা দিয়ে চলাচলের বিষয়ে জানতে চাইলে ক্ষুব্দ ভাষায় জবাব আসে যে,কিয়ামত পর্যন্ত এই রাস্তাটি স্থায়ীভাবে কোনোদিন সমাধান কেও দিতে পারেনি আর পারবেও না।
তবে অনেকে আবার বলে উঠেন যে,ইমারজেন্সি অনেক এ্যাম্বুলেন্স রোগীদের নিয়ে উক্ত রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত চলাচল করে আসছে।অনেক সুয় দেখা যায় উক্ত রাস্তার গর্তের কারনে অনেক সময় জরুরী ভিত্তিতে রোগীকে যথাস্থানে পৌছাতে অনেক সময় লেগে যায়।এমনকি কিছু কিছু এ্যাম্বুলেন্সে থাকা ইমারজেন্সী রোগীরা উক্ত রাস্তা হয়ে গন্তব্যে পৌছানোর ব্যপারে খুভই ভয়ে থাকে,কেননা অনেক সময় উক্ত রাস্তা পার হওয়ার সময় ঝাকুনীতে রোগীর অবস্থা আরো বেশী খারাপ হয়ে যায়,তাতে করে অনেক সময় গন্তব্যে পৌছাতে পৌছাতে পথেই মারা যায়,যা নাকি খুভিই দুঃখজনক।
তাই শুধু উল্লেখিত এলাকায় বসবাসরত জনগনই নয়,বরং উক্ত রাস্তা দিয়ে চলাচলকৃত সকল মানুষই উক্ত রাস্তা সম্পৃক্ত সরকারী সকল উর্ধ্বতন কর্মকর্তাদের সূ-দৃষ্টির জন্য বিশেষ অনুরোধ জ্ঞাপন করেছেন।তাছাড়া উক্ত রাস্তা দিয়ে বিশেষ করে চলাচল সরকারী বে-সরকারী সকল ধরনের এ্যাম্বুলেন্সে থাকা একেকটি মানুষের যথাসময়ে গন্তব্যে পৌছানোর ব্যপারটি মাথায় রেখে জরুরী ভিত্তিতে একটা ব্যবস্থা গ্রহনে ও তা বাস্তবায়নে যথাযোগ্য সিদ্বান্তে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন বলে বহিঃপ্রকাশ হয়।
Leave a Reply