বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
বার্তা সম্পাদকঃ মোহাম্মদ জাকির লস্কর
বাড়ৈখালী ইউনিয়নের ৮নং সেতু আছে, রাস্তাটি যেন মরন ফাঁদ। সাতটি গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু দেড় বছরেও দুই পাশে রাস্তার ঘোরায় মাটি না থাকায় কোন কাজে আসছে না সেতুটি। উল্টো নতুন করে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী রতন মন্ডল, কালী পদ মন্ডল জানান, আশপাশের প্রায় ৭টি গ্রামের কয়েক হাজার মানুষ বাড়ৈখালী বাজারে আসার জন্য দীর্ঘদিনের চাওয়া ছিল।
সড়ক ঘোরায় মাটি না থাকায় তাদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। সেতু নির্মিত হলেও তারা সেতু ব্যবহার করতে পারছে না। তার উপর তাদের যে পায়ে হাটার রাস্তা রয়েছে সেটিও বর্ষা মৌসুমের ছয় মাস পানিতে ডুবে থাকে। বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের ৮ ওয়ার্ডের সদস্য মো. আসলাম হোসেন জানান, এলাকাবাসীর প্রাণের দাবি ছিল সেতু কিন্তু সেতু নির্মিত হলেও এর কোনো সুফল আমরা পাচ্ছি না। রাস্তা না থাকায় রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের যাতায়াত দুরূহ হয়ে পড়েছে।
Leave a Reply