মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
								
                            
                       
স্টাফ রিপোর্টারঃ মোঃ সফিক মাহমুদ
রাজধানীর প্রেসক্লাবে অটো রিক্সা চলাচলে নিষিদ্ধ করায় মালিক সমিতি ও ড্রাইভাররা সমাবেশ করেন।তাদের দাবি অটো রিক্সা  বন্ধ করা যাবে না,এমনকি সরকারের এই আইনকে মানি না মানবো না বলে শ্লোগান দিতে থাকে।
তাছাড়া সরকারের এই সিদ্ধান্তকে সকল শ্রেনীর অধিকাংশ জনগন খুশি হলেও খুশি নেই এই অটো রিক্সা মালিক সমিতি সহ সকল ড্রাইভাররা।
দেশের শতকরা ১০০ (একশত)ভাগ এই অটো রিক্সার ড্রাইভারদের কারনে ঢাকার যে সকল রোডে এই সকল রিক্সা চলাচল করে আসছে সেখানে সর্বদাই কোনো না কোনো দুর্ঘটনা হরহামেশা ঘটতেই থাকে।তাছাড়া উল্লেখিত রিক্সার ড্রাইভারদের নাই কোনো সঠিক প্রশিক্ষন,নাই কোনো নিয়ম কানুন ব্যপারে ধারনা,যার কারনে এই সকল দুর্ঘটনা ঘটতেই থাকে,এমনকি আগামীতে আরো এই সকল দুর্ঘটনার রুপ আরো ভয়াবহ রুপ নিবে বলে আপামর সকল নাগরিকদের ধারনা।
Leave a Reply