মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মোঃ শফিক মাহমুদ
সরকারের দেয়া লকডাউন এর ভিতরেও চলছে যাত্রাবাড়ী টু ধোলাইপাড় রোডে রমরমা ব্যবসা।নেই কোনো সামাজিক দুরত্ব সহ মুখে মাক্স,এমনকি নিয়ম অনুযায়ী কোনো শৃঙ্খল।
ঢাকায় বসবাসরত ক্ষুদ্র ব্যবসায়ী এমনকি দিনমজুর খেটে খাওয়া অতি সাধারন মানুষ ও লকডাউন মানার বিপক্ষে কাজকর্ম করে যাছে।পাশাপাশি থেমে নেই ফুটপাত ব্যবসায়ীরাও।আপামর সকল সাধারন মানুষ যারা দিন আনে দিন খায় তারা কেহই এই লকডাউনের বিপক্ষে।তাদের ধারণা এই লকডাউনে তাদের মুখে অন্ন দেয়ার কোনো মানুষ নাই,পাশাপাশি অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য কেও কখনো পাশে এসেও দাড়ায়নি,বরং মুখ ঘুরিয়ে নিয়েছে।
তাই এই মুহূর্তে যদিও সরকারের এমন নির্দেশনায় জদিও তারাও খুশি,কিন্তু তাদের প্রশ্ন সরকারের নিকট,যারা খেটে খাওয়া সাধারন মানুষ,যাদের পুজি একমাত্র পরিশ্রম ছাড়া আর কিছুই নেই,তাদের অবস্থা কি আদৌ সরকারের চিন্তায় রয়েছে ? যদি থেকে থাকে তাহলে তাদেরকে যেন অন্তত তিন বেলা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন বলে অনুনয়ের সাথে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করেছেন।
তাছাড়া বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই করোনা ভাইরাসের আক্রমনে কিছু কিছু জেলা মৃত্যু নগরীতে পরিণত হতে যাচ্ছে।
Leave a Reply