রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ইসমাইল হোসেন
সরকারের ঘোষিত কঠোর লকডাউনে ও থেমে নেই রিক্সা চলাচল।পেটের ক্ষুদা হাতে নিয়ে ছুটে চলছে একের পর এক সরকারের ডাকা লকডাউনে।তেমনি অদ্য ঘোষিত লকডাউনে এক রিক্সা চালকের সাথে কথা বলে জানা যায় অনেক আকুতি মিনতি।
তাঁর এই ধরনের আকুতি দেখে আরো অনেক কিছুই জানার আগ্রহ জাগে,আর তারিই ধারাবাহিকতায় বিভিন্ন প্রশ্ন নিয়ে সামনে আগানো।উক্ত রিক্সা চালকের নাম খলিল ।তিনি ৫ (পাঁচ) সন্তানের জনক।পড়ালেখা নাই বললেই চলে।দেশের বাড়ী উত্তরবঙ্গের দিনাজপুর।অনেক বছর যাবত ঢাকার বিভিন্ন যায়গায় রিক্সা চালিয়ে দিন যাপন করে আসছেন।সন্তানদের পড়ালেখার খরচের পাশাপাশি,ঘর ভাড়া,ডাল ভাতের খরচ জোগাতে প্রতি মাসেই টানাপোড়ন পোহাতে হয় তাঁর।এই সংসারের খরচ জোগাতে জোগাতে কখন যে ঘর ভাড়া ত্রিশ (৩০,০০০) টাকা জমে গেছে তাঁর দিকে তাঁর খেয়াল ছিলো না বলে কান্না শুরু করে দেয়।
পাশাপাশি উল্লেখিত চলমান করোনা লকডাউনের সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করলে সে বিন্দু পরিমান ভীত না হয়ে এক কথায় জানিয়ে দেয় যে,পরিবারের দু-বেলা খাবার যোগার আমাকেই করতে হয়,তাই এই খাবারের পয়সা যোগার করতে যাওয়ার কারনে যদি কারো লাথি খেতে হয় তাও ভালো,মরতে হলে তাও ভালো,তবু পরিবারের খাবারের জন্য কান্নাকাটি আর বাড়ীওয়ালার তাগাদা শুনতে হবেনা বলে খুভ কান্নায় জড়িত আবেগ প্রকাশ করেছেন।
Leave a Reply