রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নাহিদুল ইসলাম
ঢাকার রাজধানীতে চলছে রাত দিনভর লকডাউনের পাহাড়া।আর উল্লেখিত কড়া নজরদারীর মধ্যেও থেমে অযাচিত কারনে বা অকারনে সরকারের দেয়া লকডাউনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ব্যক্তিগত প্রাইভেট গাড়ী এবং পাশাপাশি মোটর বাইকের রমরমা চলাচল।
রায় সাহেব বাজার সংলগ্ন চার রাস্তার মোড়ে লকডাউন না মানায় প্রতিটি মোটর বাইক এর পাশাপাশি সকল ধরনের গাড়ীর বিরুদ্ধে মামলা দেয়া।
আর এই সকল অধিকাংশ ব্যক্তিগত গাড়ীর মালিকগন দাবী করে আসছেন তাদের কর্ম স্থানের উপস্থিতির কারণ দেখাচ্ছেন বলে জানা যায়।
তবে দেশের সকল সুশীল সমাজের বসবাসরত জনগন সরকারের এই নিষেধাজ্ঞাকে যারা উপেক্ষা করে এতো ঝড় বৃষ্টির মধ্যেও পরিশ্রমের মুল্য দিতে পারছেন না বলে দাবী করে প্রশাসনের লকডাউনের ক্ষেত্রে এই সকল অবস্থানে যাওয়াকে কোনো রকমের দোষের মনে করছেন না।তবে দেশের অধিকাংশ জনগন সরকারের এই করোনা কালীন লকডাউনের প্রতি সম্মত জ্ঞাপন করে উল্লেক্ষিত সকল প্রশাসনকে আরো উৎসাহ সহিত সকল ধরনের সহযোগীতা করারা দাবীর পাশাপাশি নিজেদের সকল ধরনের জনগনকে সংযত থাকার জন্য অনুরোধ জানান।
Leave a Reply