শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
রিপোর্টারঃ মোঃ আকাশ
বাংলাদেশ এক নদী মাতৃক দেশ।সকল নিন্ম শ্রেনীর পরিবারের লোকদের একমাত্র পরিবারের আয়ের উৎস এই নৌ-পথে লোকজন পারাপার।আর এই সকল লোকদের যা আয় হয় তা দিয়ে একটি সংসার অনেক কষ্টে ডাল ভাত খেয়ে দিন পার করতে হয়।বিগত বছর হতে শুরু করে অদ্যবদি কোভিট-১৯ এর প্রভাবের কারনে এই সকল নিন্ম আয়ের লোকদের পরিবারের স্বভাবিক চলাচলে বিষম ভাবে দুর্গতি পোহাতে হচ্ছে,যা এই সকল নিন্ম শ্রেনীর আয়ের লোকদের মুখের কথা।
একের পর এক লকডাউনের কারনে নৌ-পথে নৌকা দিয়ে মানুষ পারাপারের কাজে ব্যস্ত থাকা লোকেরা তাদের বর্তমান পরিস্থিতি বিষয়ে বিশদ আলোচনায় অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন।কেনোনা নৌ-ঘাটে এপার হতে ওপারে যাওয়ার লোকদের উপরই নির্ভর করে তাদের আয়ের উৎস।তাদের এহেন পরিস্থিতিতে অধিকাংশ ঘাটেই নৌ-পারাপারের যাত্রী শতকরা ৯৯% ভাগ নেই বললেই চলে।
তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সকল জেলায় যে হারে করোনা রোগ ছড়াচ্ছে তাতে করে এই সকল কাজে নিয়োজিত অধিকাংশ মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে বলে এই পেশায় জড়িত সকল মাঝীর দাবী।
এমতাবস্থায় সরকারের পক্ষ হতে কোনো রকম ত্রান সামগ্রী যদি এই পেশার সকল গরীব লোকদের মাঝে সঠিক উপায়ে পৌছে দেয়া না যায় তাহলে হয়তো তাদের জীবন চলাচল থেমে যাবে বলে অধিকাংশই নৌ-মাঝীরা ধারনা করে আসছেন।কেনোনা সদরঘাট সহ আরো যে সকল নৌ-পারাপারের ঘাট দেশের সকল স্থানে অবস্থিত রয়েছে তাঁর অধিকাংশই প্রায় বন্ধ হওয়ার পথে।
সদরঘাট থেকে আজ এই সকল নিন্ম শ্রেনীর আয়ের সকল নৌকা মাঝীর সাথে এক আলাপকালে তাদের মনের ভিতরকার আবেগ ভেসে উঠে আসে।
Leave a Reply