রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নাহিদুল ইসলাম
দেশের প্রতিটি জেলায় জেলায় সরকারী ডিফেন্স থেকে শুরু করে প্রশাসনিক পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাগণ যেভাবে লকডাউনের ব্যপারে খুভ সতর্কতার সহিত সকল ধরনের জনগনদের মঙ্গলের জন্য দিন-রাত শ্লোগান দিয়ে যাচ্ছেন তাতে করে সাধারন মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও সামান্যতম সচেতনতা মুলক দৃশ্য কারোরিই চোখে পরেনি।বরং সরকারের দেয়া নিশেধাজ্ঞাকে ও বর্তমান খুভ ভয়াবহ পরিস্থিতিকে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোটোখাটো সকল ধরনের ব্যক্তিগত গাড়ী ও রিক্সার চালকেরা তেমন কোনো গুরুত্ব দিচ্ছেন না।
যার ফলে সরকারের নতুন করে দেয়া এক প্রজ্ঞাপন জারী করা হয়েছে যা আগামী আরো সাত দিন বাড়িয়ে আগামী ১৪ই জুলাই ২০২১ ইং পর্যন্ত লকডাউনের ঢাক দেয়া হয়েছে,পাশাপাশি সকল ধরনের লোকদের এই নিশেধাজ্ঞাকে পালনে উৎসাহ সহিত সতর্কতা পালন করার জন্য সকল ধরনের প্রশাসনিক হতে নির্দেশনা দেয়া হয়েছে।এমনকি পরবর্তীতে যাতে করে মানুষ এই নিশেধাজ্ঞাকে অমান্য না করে সরকার হতে প্রদক্ত বিষয়ে চলাফেরার যে নির্দেশনা প্রদান করা হয়েছে তা যেনো যথাযথ ভাবে পালন করে তার প্রতি আহব্বান জানিয়েছেন।
সেনাবাহিনী,র্যাব সহ সকল ধরনের প্রশাসনিকের পক্ষ হতে উক্ত নির্দেশনা না মেনে চলার বিরুদ্ধে কঠোর হতে কঠোরতর ব্যবস্থা গ্রহনে বিন্দু মাত্র বিচলিত হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
Leave a Reply