বুধবার, ১১ Jun ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শফিক মাহমুদ
দেশের এই ক্লান্তিকালে টিসিবি’র পন্য স্বল্প মুল্যে বাজারে ছেড়েছে বাংলাদেশ সরকার।পাশাপাশি দেশে বর্তমানে ১৩ লক্ষ মেট্রিক টন এর কম বেশি খাদ্য মজুদ রয়েছে বলে সরকারী দফতর হতে জানা যায়।
বাংলাদেশের শতকরা ৯০% ভাগ মানুষ দিন মজুর,গরীব,এমনকি অধিক পরিশ্রমের বিনিময়ে অল্প পারিশ্রমিক পাওয়া লোকের বসবাস।আর বর্তমান করোনা লকডাউনে উল্লেখিত জনগনদের বিশয়টি মাথায় রেখে দেশের সর্বত্র এই টিসিবি’র পন্য বাজারে ছাড়ার সিদ্ধান্ত হাতে নিয়েছে,এমনকি যা আজ হতে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ খেটে খাওয়া মানুষের হাতের নাগালে।
দেশের এহেন অবস্থায় সরকারের এই সিদ্ধান্তকে সকল শ্রেনীর জনগন সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
তবে এই টিসিবি’র পন্য নিতে মানুষের ভীড় এতো বেশী যা দেখে মনে হয় উল্লেখিত স্থানে কোনো বড় ধরনের যুদ্ধ চলছে।
বিঃ দ্রঃ ছবিটি যাত্রাবাড়ী থেকে নেয়া।
Leave a Reply