স্বাস্থ্য অধিদফতর বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত একদিনের হিসাবে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার চারজনে। এ নিয়ে গত পাঁচদিনে ৯৩৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, ৮ জুলাই করোনায় ১৯৯ জনের মৃত্যু হয়। এদিন দেশের ইতিহাসে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। ৭ জুলাই ২০১ জনের মৃত্যু, শনাক্ত ১১,১৬২ জন। ৬ জুলাই ১৬৩ জনের মৃত্যু, শনাক্ত ১১,৫২৫ জন। ৫ জুলাই ১৬৪ জনের মৃত্যু, শনাক্ত ৯,৯৬৪ জন।
এছাড়া এই সময়ে ৫৫ হাজার ৬২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। ফলে দেশে করোনায় শনাক্তের সংখ্যা হলো ১০ লাখ ৫৪৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।
Leave a Reply