মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শফিক মাহমুদ
কঠোর লকডাউন এর ভিতরেও খোলা রয়েছে যাত্রাবাড়ীর ফুটপাতের সকল দোকানপাট, লকডাউন মানছে না কোন ব্যবসায়ীরা, আইন-শৃঙ্খলা বাহিনীরা দেখেও না দেখার ভান করে যাচ্ছে।পাশাপাশি বুঝার উপায় নাই যে উল্লেখিত স্থান কি সরকারের দেয়া ১৪ই জুলাই মাস পর্যন্ত ডাকা লকডাউনের আওতামুক্ত না মুক্তহীন।বিষয়টি উক্ত স্থানে নিয়োজিত আইন শৃঙ্খলার দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় লোকজন।এমনকি উক্ত এলাকাই শুধু না,বরং সরকারের এই প্রজ্ঞাপন সার্থক করার জন্য সকল নিয়োজিত প্রশাসনের নিকট হতে সকল জনগন আশাবাঞ্চক উদ্যেগ আশা করেন।
ছবিটি যাত্রাবাড়ী হাজী সামাদ সুপার মার্কেটের সামনে থেকে তোলা
Leave a Reply