বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মশিউর রহমান রাজিব
ঢাকার অদূরে গেন্ডারিয়াতে অবস্থিত ট্রেন জংশন।যেখানে বহু বছর ধরে মানুষের যোগাযোগ ব্যবস্থায় সহযোগীতা করে আসছে। দিন রাত অক্লান্ত পরিশ্রমেই তিল তিল করে গড়ে উঠা উল্লেখিত জংশন হতে প্রতিনিয়ত উক্ত সেবা দানে নিয়োজিত কর্মকর্তাগণরা জুরাইন হতে দয়াগঞ্জ,পাশাপাশি মীরহাজীর বাগ সহ আরো যে সকল স্থান হতে প্রতিদিন আগত যাত্রীদের আসার মুল রাস্তার বর্তমান বেহাল দশায় প্রতিদিন পাডা-পুতায় ঘষা-ঘষি লেগেই আছে।
এই ব্যপারে স্থানীয় লোকজন অনেক সময় সামাজিক চিন্তা করে মানুষের চলাচলের সুবিধার্থে বস্তায় বস্তায় ইটা পাথরের রাবিশ ফেলে রাতাটিতে চলাচলের উপযোগী করে আসলেও বৃষ্টি হলে সেগুলো আবার ছিন্নভিন্ন হয়ে যেতো,যার দরুন আঞ্চলিক ভাষায় বলতে গেলে “যেমন লাউ,তেমন কদু”তে পরিনত হয়ে যেতো।
তবে উল্লেখিত বিষয়ে উক্ত এলাকার স্থানীয় লোকজনেরা ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন আওতাধীন অঞ্চল-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করলেও তেমন ভাবে সাড়া পাওয়া যায়নি।তবে অতি শীঘ্রই উল্লেখিত সড়কটি মেরামত করার ব্যপারে আশ্বস্ত দিয়েছেন।
Leave a Reply