বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মোঃ ইসমাইল হোসেন
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু এবং তার স্ত্রী সড়ক ও জনপথের খুলনা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের পরিচালক আকতার হোসেন আজাদ স্বাক্ষরিত আলাদা নোটিশে উল্লেখ করা হয়েছে, জ্ঞাত আয়ের বাইরে তাদের দুজনের সম্পদ রয়েছে।
এ কারণে দুদকের আইন অনুযায়ী তাদের আয়ের উৎস, যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব একুশ কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী পেশ না করলে অথবা মিথ্যা কোনো তথ্য দেয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে হুশিয়ারি দেওয়া হয়।
Leave a Reply