বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রুবেল খান
নারায়ণগঞ্জের মদনপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান সম্পন্ন করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
একটি গোপন সুত্রে জানা যায় যে, নারায়নগঞ্জের মদনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সুত্র মতে এ অভিযানে চারটি রিমোর্ট কন্ট্রোল সহ বোমার তৈরির সরঞ্জাম এবং বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে সিটিটিসি।
রবিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে কাজীপাড়া এলাকায় অভিযান শেষে এতথ্য জানান সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান। অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আমাদের একটি টিম ৩ দিন আগে বামসি বারেক ওরফে সাব্বিরসহ ৩ জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করে।
বারেকের তথ্য অনুযায়ী আমাদের একটি টিম রবিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করে। নাইম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তিনি নব্য জেএমবির সদস্য। তিনি বোমা বানান এবং বোমা তৈরির প্রশিক্ষকও বটে।
এমনকি উল্লেখিত স্থানের পার্শ্ববর্তী একটি মসজিদে ইমামতি করে আসতেন।
সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান তিনি আরও বলেন,যে বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় সপরিবারে থাকতেন তিনি। কয়েকদিন আগে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন এবং একা একা বোমা তৈরির সরঞ্জাম নিয়ে বোমা তৈরি করছিলেন। এখানে কোনো কমপ্লিট বোমা পাইনি। বোমা তৈরির সরঞ্জাম ও ৪টি রিমোট উদ্ধার করেছেন।এমনকি উল্লেখিত স্থান থেকে শক্তিশালী আইইডি বোমা তৈরির সামগ্রী উদ্ধার করতে পেরেছেন বলে তিনি জানান।
Leave a Reply