টাংগাইল জেলা প্রতিনিধি
বাংলাদেশ জনসেবা পরিষদ ভূঞাপুর শাখার পক্ষ থেকে একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকাল ১০ ঘটিকা থেকে অর্জুনা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসহায় পরিবারের মাঝে এ সহয়তা দেওয়া হয়।
করোনা ভাইরাসের কারণে লকডাউনে সময় অসমর্থ্য ও ক্ষতিগ্রস্তরা যাতে স্বাভাবিক জীবন-যাপন করতে পারে সে লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ জনসেবা পরিষদ কতৃক আয়োজিত এই সহয়তায় চিনি, সেমাই, দুধ, সাবান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান রুবেল খান, সভাপতি জানভী হাসান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক সুমনসহ সংগঠনের অনান্য সদস্যরা। সংগঠনের নেতারা এই কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
Leave a Reply