বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
করোনার মহামারীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিত্যদিন চলছে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষদের সানান্যতম সহযোগীতা করার কর্মকাণ্ড।
যেখানে রয়েছে অসহায় গরীব দুঃখীদের দু-মুঠো খাবারের ব্যবস্থা।আর এর ধারাবাহিকতায় পিছিয়ে নেই যাত্রাবাড়ীর ছোটো বড় মিলিয়ে এক ঝাক যুবকের আত্বপ্রকাশ।
এক বেলা ডাল ভাতের সাথে একটি করে পানির বোতলের ব্যবস্থা গ্রহনে নিজেদের উদ্যোগে এবং নিজেদের কাছ হতে অর্থ দিয়ে যার যতটুকু সহায়তা করা প্রয়োজন তাই দিয়ে গতকাল ০১/০৮/২০২১ ইং তারিখে কিছু খাবারের ব্যবস্থা গ্রহনের ভার গ্রহন করেছেন,এমনকি তা বাস্তবায়নে ভ্যান গাড়ীর সাহায্যে প্রত্যেকে যতদুর সম্ভব খুজে খুজে এই সকল অসহায়দের হাতে এক বেলার খাদ্য পৌছে দেন উল্লেখিত স্থানের সৎ,সাহসী এবং সমাজের ভালো কিছু যুব সমাজের দল।
যাদের কাছে দেশের এই ক্রান্তিকালে সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে এই মানবতার এক দৃষ্টান্ত সাহসীকতার পরিচয় দিয়েছেন যাত্রাবাড়ীর এই এক ঝাক যুবক।
উক্ত কাজে যারা নিজদের উপস্থিতি সহ আর্থিক সহযোগীতায় মোঃ সিপন,রাজু,সুমন,দেলোয়ার সহ আরো অনেকেই উল্লেখিত কাজে নিজেদের সৎ উদ্যোগককে বাস্তবে রুপান্তরিত করে অন্যতম সাহসীকতার পরিচয় দিয়েছেন।
তবে এই সকল যুবকরা মনে করেন যে,তাদেরকে যদি এই সকল কাজে আর্থিক সহযোগীতা সহ উৎসাহ প্রদান করা হয়,তাহলে হয়তো এই অসহায়দের পাশে এক মুঠো খাবার নিয়ে পৌছে যেতে পারেন তারা।
Leave a Reply