রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন এখন ইয়াবা ব্যবসার নিরাপদ আখড়া। ভৌগলিকভাবে এলাকাটি প্রত্যন্ত হওয়ায় মাদক কারবারীরা অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদের টার্গেট স্কুল কলেজের ছাত্র, কিশোর, উঠতি বয়সী যুবক ও প্রবাসীদের সন্তান। ইউনিয়ের তীর্থ ঘাট, শ্রীধরপুর,খাহ্রা, মদনখালী।কালাইমারা প্রতিটি পাড়া মহল্লায় রয়েছে মাদক সিন্ডিকেটের একাধিক এজেন্ট। হাঁসাড়া ইউনিয়ন আলমপুর থেকে শ্রীধরপুর গাবতলী এলাকা এখন মাদকের ওপেন স্পট। স্থানীয়দের অভিযোগ বাড়ির পাশেই সনাতন ধর্মের পবিত্র মন্দিরের পাশে বসে নিয়মিত ইয়াবা বিক্রি করে। সিন্ডিকেটটি এতোটা বেপরোয়া তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে দল বল লেলিয়ে দেয়।
এছাড়াও আড়িয়াল বিল এলাকায় কয়েকজন বড় মাপের ডিলার রয়েছে বলে জানান এলাকাবাসী। বাড়ৈখালী বাজার থেকে শিবরামপুর যাওয়ার মধ্যবর্তী স্হান, তিন রাস্তার মোড় অংশে রয়েছে আরেক ইয়াবা ডিলার। এখানে রাত দিন সমানতালে ইয়াবা বেচা বিক্রি চলে। দিন যতো গড়াচ্ছে খাহ্রা, চুড়াইন, মদনখালী রাস্তার কিছু বিশেষ অংশে মাদক সেবীদের আনাগোনায় সন্ধ্যার পর এলাকাটি জন চলাচলে অনিরাপদ হয়ে উঠছে।
মদনখালী ও কালাইমারা ব্রীজ এলাকাটিও মাদক বিক্রীর নিরাপদ আস্তানা। এ ব্যাপারে বাড়ৈখালী ইউনিয়ন চেয়ারম্যান সেলিম তালুকদার বলেন, আমি মদকের ব্যাপারে আইন শৃঙ্খলা সভা বলে কোন প্রতিকার পাইনি। আমার এলাকায় মাদক বেড়েই চলেছে।
Leave a Reply