বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
শ্রীনগর উপজেলা প্রেসক্লাব
দেশে ভয়াবহ জঙ্গি তৎপরতা চোখে পরছে। এই সুযোগে মশাদের সন্ত্রাসী কার্যক্রম ভয়ংকর রুপ ধারণ করেছে। অভিযোগ রয়েছে, কোন রকম অনুমতি ছাড়া বা শক্ত নেটওয়ার্ক তৈরীর মাধ্যমে মশারা সরকারী-বেসরকারী সব জায়গায় অনায়াসে ঢুকে পরছে। কাউকে তারা তোয়াক্কা করছে না। যখন তখন, যেখানে- সেখানে মানুষ তো বটেই গরু-ছাগলের উপরও আক্রমন হচ্ছে।
ডেঙ্গু, ফাইলেরিয়া, ম্যালেরিয়া, এডিসের মত ভয়ংকর মারনাস্ত্র সজ্জিত হলেও কাউকে বলা যাচ্ছেনা। কারণ সামান্য মশা, কিন্তু “বাচতে হলে, জানতে হবে “তাই এইডস থেকে সাবধান! ঘর-বাড়ি, পাড়া-মহল্লা, এমনকি গাড়িসহ মসজিদ-মাদ্রাসায় নাপাক শরীরে নামাজীদের কামড় বসিয়ে নাপাক করে তুলছে।
রাত-দিন দলে দলে উদ্দাম নৃত্য, তাদের সুর লহরীতে কুপুকাত জনসাধারণ। মশারা কখনো একা, কখনো দলে-দলে রক্ত চুষে নিলেও কিছু বলা যাচ্ছেনা। যদিও থাপর খেয়ে কিছু মশার মৃত্যু ঘটছে। তবে তাদের মারার জন্য নিজের মশারীতে ঢুকিয়ে রাত জেগে আক্রমণ করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হচ্ছে বলে জনা গেছে।
জঙ্গি মশাদের কঠোর ভাবে দমনের হুশিয়ার উচ্চারণ করেছেন, বাংলাদেশী মাছি পরিষদ, অথচো মাছিদের নিজেদের ভন-ভন করা নিয়ে রয়েছে তুমোল সমালোচনা। জঙ্গি মশার উৎপাত হতে রেহাই পেতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে শ্রীনগরবাসী।
Leave a Reply