রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ মহি উদ্দিন তালুকদার
নেএকোনা মদনে ১নং কাইটাল ইউনিয়নের
বাঁশরী দূর্গাশ্রম গ্রামের মাসুদ হত্যা মামলার আসামি, মৃত মুক্তার হোসেনের ছেলে, জলিল মিয়া কে (৫৫) গত কাল ২ আগস্ট তার নিজ বসৎ বাড়ি থেকে গ্রেফতার করেছে নেত্রকোনা সি আইডি শাখার এসআই নজরুল ইসলাম ।
জানা যায় কাইটাল ইউনিয়নের বাঁশরী, গ্রামের তানভীরের কাছ থেকে পাওনা টাকা আনন্তে গেল মাসুদ, পাওনা টাকা থেকে কম দেওয়া নেওয়া এক পর্যায়ে মারামারি বেঁধে যায় তানভির ও মাসুদের মাঝে, ঘটনাটি ঘটেছিল ৬ মার্চ ২০২১ ইং তারিখে আনুমানিক সময় বিকাল ৪ ঘটিকায়। মারামারি শেষে মাসুদ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাসুদ কে ভর্তি করে,
চিকিৎসাধীন অবস্থায় ৭ মার্চ ২০২১ ইং তারিখে সকাল আনুমানিক সময় ৫ ঘটিকার সময়
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন মাসুদ মদন স্বাস্থ্য কমপ্লেক্সে।
মাসুদের স্ত্রী রুনা আক্তার বাদী হয়ে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ৯মার্চ ২০২১ ইং তারিখে।
দীর্ঘদিন তদন্ত শেষে মামলাটি সি আই ডি তে প্রেরন করা হয়।
মৃত মাসুদের বড় ভাই মানিক বলেন, টাকা দেবার কথা বলে আমার ভাইকে ডেকে নিয়ে যায় তানভীরের লোকজন, তারা পরিকল্পিতভাবে মারধর করে আমার ভাই মাসুদ কে, রাতে গুরুতর অবস্হায় তাকে হাসপাতালে নিয়ে গেল সকাল ৫ টায় তার মৃত্যু হয়।
নেএকোনার সিআইডি এসআই নজরুল ইসলাম বলেন, আসামিরা দীর্ঘদিন পলাতক ছিল গোপন সংবাদের ভিত্তিতে মৃত মুক্তার হোসেনের ছেলে জলিল মিয়া কে (৫৫) গ্রেফতার করি, বাকি আসামিরা এখন ও পলাতক রয়েছে, আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে।
নেএকোনা সিআইডি বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার সাঈদ আহমদ তিনি বলেন , পলাতক আসামি একজন গ্রেফতার করেছি, পলাতক বাকি আসামিদের কে ধরার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply