বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
সম্পাদকীয়ঃ
দেশের বিভিন্ন স্থান হতে র্যাবের অভিযানে বিভিন্ন চিকিৎসার সেবা প্রদানে ব্যস্ত থাকা সকল ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে সোচ্চার এই প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছেন দেশে বসবাসরত লক্ষ লক্ষ সমাজের চিকিৎসা সেবা হতে সঠিক সেবা থেকে বঞ্চিত সাধারন মানুষ।
তাছাড়া বিগত সময়কাল হতে এই সকল অবৈধ অপেশাধারী,এমনকি ন্যুনতম একাডেমিক সার্টিফিকেট বিহীন ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে উল্লেখিত সকল র্যাব অফিসে কর্মরত কর্মকর্তাদের সফলতা সত্যি দৃষ্টান্ত হয়ে আছে এবং থাকবে।তাছারা তাদের (র্যাব) সাথে এই সকল বিষয়ে আলাপকালে জানা যায় যে, এই সকল অবৈধ অপেশাধারী,এমনকি ন্যুনতম একাডেমিক সার্টিফিকেট বিহীন ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে তাদের এই চিরুনি অভিযান চলবে বলে মন্তব্য করেছেন র্যাব-১১ এর মুন্সিগঞ্জ জেলার উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডর র্যাব-১১,সিপিসি-১ এ কে এম মনিরুল আলম।
আর তেমনি সিরাদিখানে অবস্থিত সিকদার প্লাজার নিচ তলায় ফয়সাল ডেন্টিষ্টের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে উল্লেখিত এলাকার অধিকাংশ জনগন ও উক্ত চিকিৎসা সেবা গ্রহনকারীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে উক্ত বিষয়ে খোজ নিতে গিয়ে নানান ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়।এক পর্যায় এ ব্যপারে ২ জন ভুয়া ডেন্টিষ্টের খোজে সাপ্তাহিক বর্তমান জনজীবন পত্রিকার কিছু সাংবাদিকের সাহসিকতার ফলে উলেখিত ডেন্টিষ্টদের সামগ্রিক খোজ খবর নিয়ে পরিশেষে জানা যায় যে,উল্লেখিত স্থানে সেবাদান কারী ডেন্টিষ্ট ফয়সাল ও তার সহযোগী মাদব সরকার উক্ত স্থানের মানুষদের নিকট তারা উভয়ই ডাক্তারের পরিচয়ে মিথ্যা আশ্বাস বিগত বছরের পর বছর দিয়ে আসছে।পাশাপাশি দাতের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।আর এই সকল দাতের চিকিৎসা সেবা গ্রহনকারীর মধ্যে কিছু সংখ্যক রোগীর দেয়া তথ্য অনুযায়ী উল্লেখিত পত্রিকার নিজস্ব কিছু কর্মকর্তাগণ দের রোগী সাজিয়ে আসল ঘটনা জানার জন্য উল্লেখিত ডেন্টিষ্ট ফয়সাল আহম্মেদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহনের জন্য পাঠালে এক পর্যায় বিভিন্ন ধরনের সমস্যার কথা জানিয়ে দেন ডেন্টিষ্ট ফয়সাল আহম্মেদের চেম্বারে চিকিৎসক ফয়সাল ও মাদব সরকার।
আর উক্ত দাতের চিকিৎসা নেবার প্রতিশ্রুতি দেয়ার এক ফাকে বিভিন্ন ধরনের আলাপকালে উক্ত ডাক্তারদ্বয়দের বিষয়ে নানান ধরনের সন্দেহ মুলক কথা চলে আসে।আর তাতে করে আরো সন্দেহের পরিমান বেড়ে যায়।আর তারিই প্রেক্ষিতে সমুদ্বয় বিষয়টি নিয়ে উল্লেখিত র্যাব-১১ এর মুন্সিগঞ্জ জেলার উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডর র্যাব-১১,সিপিসি-১ এ কে এম মনিরুল আলম এর সাথে ফোনালাপের মাধ্যমে মত বিনিময় কালে সকল প্রকার আইনি সহযোগীতা প্রদানে তারা প্রস্তুত আছেন বলে স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডর র্যাব-১১,সিপিসি-১ এ কে এম মনিরুল আলম আশা প্রকাশ করেন।
যেই কথা সেই কাজ,নিয়ম অনুসারে উক্ত স্থানে উপস্থিত হয়ে কিছু সংখ্যক রোগী সহ তাকে হাতেনাতে আটক করা হয়।তাছাড়া উল্লেখিত সেবা প্রদানের জন্য যে সকল অনুমুতি থেকে শুরু করে আরো যে সকল যোগ্যতার নিতান্তই প্রয়োজন তার কোনো কিছুই ভুয়া ডেন্টিষ্ট ফয়সাল আহম্মেদ ও তার সহযোগী মাদব সরকার দেখাতে ব্যর্থ হন,যা স্থানীয় পর্যায়ে উপস্থিত সেবা নিতে আসা রোগী সহ আরো অনেকেই দেখতে পান।
পরবর্তীতে এক পর্যায় উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডর র্যাব-১১,সিপিসি-১ এ কে এম মনিরুল আলম এর সাথে থাকা র্যাবের টিমের সকলেই উল্লেখিত ডেন্টিষ্টের সকল মালামাল জব্দ করে এবং তাদের দু-জনকেই আটক করে নিয়ে যান।
এতে করে প্রথম প্রথম উক্ত এলাকার বসবাসরত জনগনদের সাথে আশপাশের বিভিন্ন ব্যবসায়ীরা এগিয়ে আসলেও পরবর্তীতে ঘটনার সত্যতা জানতে পেরে আটকরত ফয়সাল আহম্মেদ ও তার সহযোগী ভুয়া ডেন্টিষ্টদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তি দেয়ার আশা ব্যক্ত করেন।পাশাপাশি এই ধরনের অন্যায় ভাবে ডাক্তার না হয়েও ডাক্তারের পরিচয়ে সেবা প্রদানকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করার জন্য উল্লেখিত র্যাবের সকল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনায় একযোগে উক্ত এলাকার সকল জনগন আশা ব্যক্ত করেছেন এবং আজকের এই অভিযানের স্বাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply