বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
বেলজিয়াম ব্রাসেলস প্রতিনিধিঃ
লন্ডন হামলার রেশ কাটতে না কাটতেই একই কায়দায় হামলার ছক বেলজিয়ামের এন্টওয়ার্পে। এখানেও আততায়ী অস্ত্র করেছিল গাড়িকে।
জানা গিয়েছে, ব্যস্ত রাস্তায় পথচারীদের দিকে হঠাতই ধেয়ে যায় গাড়িটি। কোনও ক্রমে সেই গাড়ির হাত থেকে প্রাণে বাঁচেন পথচারীরা। চালকসহ গাড়িটিকে ধরে ফেলা হয়। এই গাড়ি থেকেও একটি ছুরি উদ্ধার হয়েছে। ধৃতের নাম মহম্মদ R।
উনচল্লিশ বছরের এই ব্যক্তি ফরাসি নাগরিক। তবে অনেক খুজে জানা যায় যে, সে উত্তর আফ্রিকার বংশদ্ভূত।
উক্ত ঘটনার পর হতে পর থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বেলজিয়ামের এন্টওয়ার্পে এলাকা। ঠিক একবছর আগে উল্লেখিত হামলাটি হয়েছিল ব্রাসেলসের বিমান বন্দরে।
তবে উল্লেখিত স্থানের লোকজন থেকে শুরু করে সকল প্রশাসনিক মনে করেন যে, পরবর্তীতে যদি পুনঃরায় এই ঘটনার উপদ্রব হবে না বলে ধারনা করে আসছেন।
Leave a Reply