লামা – আলীকদম প্রতিনিধিঃ ইসমাইল হোসেন
লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের লম্বা মৌলভীর বাড়ি সংলগ্ন সালাউদ্দিন এর পোল্ট্রি ফার্ম থেকে মুরগির খাদ্যের বস্তা নিয়ে লেগুনা গাড়িতে করে পালানোর সময় জনতার হাতে আটক হলেন দুই মুরগির খাদ্য চুর।গতকাল রাত ১২ঃ১৫ মিনিটে আটক করে তাদের আজিজ নগর পুলিশ ক্যাম্পে খরব দেন স্থানীয়রা এবং বলেন তারা ছিল চারজন দুইজন পালিয়েছে।আজিজ নগর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক পুলিশ আসাদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।
এঘটনায় আজিজ নগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা তোহার ছেলে সালাউদ্দিন (৪৫) বাদী হয়ে আজিজ নগর পুলিশ ক্যাম্পে এজাহার দায়ের করেন।
আটককৃতরা হলেন, মিশনপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ইমন হোসেন (২২),লোহাগাড়া উপজেলার রশিদের ঘোনা গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে ওলি আহাম্মদ (৩৮)।
পলাতকরা হলেন,উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা গ্রামের সিদ্দিক আহমেদ এর ছেলে আবু সালেক(২০),উভয় ইউনিয়নের পিতাঃঅজ্ঞাত ব্যক্তির ছেলে মোঃরিমন(১৯/২০)
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২ঃ১৫ মিনিটের দিকে লম্বা মৌলভীর বাড়ি সংলগ্ন সালাউদ্দিন এর পোল্ট্রি ফার্ম থেকে মুরগির খাদ্যের বস্তা নিয়ে পালানোর সময় স্থানীয়রা দেখতে পেয়ে গাড়িসহ তাদের ধরে ফেলে।
পরে মুরগির খাদ্য চুর দুইজনকে ধরে ক্যাম্পে নিয়ে আসা হয়। আজিজ নগর পুলিশ ক্যাম্প ইনচার্জ শামিম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply