রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
স্টফ রিপোর্টারঃ রুবেল খান
১১.০৮.২০২১ ইং ঢাকার সিএমএম আদালত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি অথবা শারীরিক উপস্থিতিতে দেশের সব অধস্তন আদালত-ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণসহ স্বাভাবিক বিচার কাজ চালানোর সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে বলা হয়, “দেশের সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে।” এর ফলে দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিচারক এখন থেকে প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে অথবা নির্ধারিত নিয়মে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সব ধরনের বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
তবে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের নির্দেশনায়। এর আগে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার পর্যন্ত অধস্তন আদালতে সাক্ষ্য গ্রহণ ছাড়া সব বিচারিক কাজ চালানোর সিদ্ধান্ত দিয়েছিল।
এছাড়া অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে জামিন শুনানির সময় অথবা আমলি আদালতের হাজিরার জন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির না করার নির্দেশ দেওয়া হয়েছিল। আর রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে কারা কর্তৃপক্ষের সহযোগিতায় ভার্চুয়ালি শুনানি করতে বলা হয়েছিল।
সেসব সিদ্ধান্তের কার্যকারিতা শেষে বৃহস্পতিবার নতুন নির্দেশনায় স্বাভাবিক কার্যক্রমে ফেরার কথা বলা হল।
Leave a Reply