রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নাহিদুল ইসলাম
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীতে ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা “আলহাজ্ব আসাদুজ্জামান খান কামাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি মোঃ শেখ বজলুর রহমান সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং এস এম মান্নান কচি সাধারণ সম্পাদক , ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্ব শফিউল্লাহ শফি। ২৪নং ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেত্রীবৃন্দ সহ, আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, তাঁতী লীগ সহ ও আরো অন্যান্য সংগঠন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি এই করোনাকালীন সময়ে আরো ব্যাপকভাবে চলতে থাকবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে যাতে একটা মানুষও না খেয়ে থাকে। আর যারা দিন আনে দিন খায় কর্মহীন অসহায় হতদরিদ্র তাদের সবাই কে এই ত্রাণ কর্ম সুচির আওতায় আনা।
Leave a Reply