সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ শফিক মাহমুদ
বরিশালের বাকেরগন্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের, দঃ সাদিশ চরে আবারো জমে উঠেছে অবৈধভাবে মাটি কাটার উৎসব।
উল্লেখিত মাটি কাটার উৎসব বন্ধ না হলে হয়তো কলসকাঠী ইউনিয়ন থেকে মুছে যাবে দঃ সাদিশ নামের গ্রামটি বলে ধারণা করা হচ্ছে।
উক্ত গ্রামের অধিকাংশ জনগন মানুষ মনে করেন যে উল্লেখিত দক্ষিন সাদিশ চরের প্রতি প্রশাসনের কোন সুনজর ।
তবে বর্তমানে গ্রামটির পূর্ব পাশ থেকে কয়েক মাইল নদীতে ভেঙে যায়।এমনকি বাকী যতটুকু আছে তা চরটির জন্য টিকে আছে।তার কারন হিসেবে চরটি গ্রামের দঃপাশে অবস্থিত বলে মনে করেন অনেকেই।
তবে পায়রা নদীর তিব্র স্রোত এসে চরের সাথে ধাক্কা লেগেই থাকে তাতে করে চরটির অবস্থান খুভই বিপদজনক বলে মনে করেন উক্ত স্থানে বসসবাসকারী অনেকেই।
তবে এই ধরনের অবৈধভাবে মাটি কাটার উৎসব বন্ধ না হলে চরে গড়ে উঠা গ্রামটি সম্পূর্ণ ধ্বংসলীলায় পরিণত হবে বলে সবাই একমত প্রকাশ করেন।এই সকল সমুদ্বয় কারনে এলাকাবাসি ভূমিদশ্যুদের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন।
Leave a Reply