বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গৃহহীনদের জন্য নির্মিত ঘরের হস্তান্তরের আগেই, তন্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠুর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
গৃহহীনদের জন্য নির্মিত ঘর বাবদ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লন্ঠু টাকা নেওয়ার বিষয়টি জানাজানির পর তড়িগড়ি করে মীমাংসার চেষ্টা করছে আওয়ামীলীগের এই নেতা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার তন্তর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুুর রহমান লন্ঠু গৃহহীনদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহারের ঘর দেওয়া বাবদ একই ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত মনর উদ্দিন শেখের ছেলে আবুল কাশেমের কাছে থেকে ৫০ হাজার টাকা এবং একই এলাকার মৃত মজনু ঢালীর ছেলে সুমন ও অরুনের কাছে থেকে ১ লক্ষ টাকা নেয়।
পরবর্তীতে এ গৃহহীনদের ঘর দিতে না পেরে তাদের চাপের মুখে সুমন ও অরুনের কাছ থেকে নেয়া ১ লক্ষ টাকা ফেরত দিলেও গৃহহীন আবুল কাশেমের ৫০হাজার টাকা আর ফেরত দেয় নাই। আবুল কাশেম টাকা ফেরত চাইলে তাকে নানা প্রকার হুমকি দেয় এ নেতা। টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে তন্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান লন্ঠুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া বাবদ কারো কাছ থেকে কোন টাকা পয়সা হাতিয়ে নেইনি। টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার নামে টাকা আত্মসাতের বিষয়ে তন্তর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন এর কাছে জানতে চেয়ে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেনি।
প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার নামে আওয়ামীলীগ নেতার টাকা আত্মসাতের বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর গুলো যাচাই বাচাই করে স্বচ্ছতার সহিত আমরা এগুলো দিচ্ছি। এখানে যদি কেউ কোন অনিয়ম করে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
Leave a Reply