রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
“বেশি বেশি মাছচাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন শ্রীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা।
শনিবার দুপুর সাড়ে ১২ টায়, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির লস্কর, সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন শাওন, দপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আছলাম, আইন বিষয়ক সম্পাদক শেখ আল-আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জনি, সহ-ক্রীড়া সম্পাদক তারিকুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ, সদস্য আবদুল মান্নান সিদ্দিক।
এ সময় সমীর কুমার বসাক বলেন, মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক পরিচালিত মোবাইল কোর্ট ও মৎস্য অভিযান দ্বারা ইলিশ রক্ষা কার্যক্রম, জাটকা রক্ষা কার্যক্রম, কারেন্ট জাল বিরোধী অভিযান ভেসাল বন্ধ ব্যাপারে যথাযথ ব্যবস্হা নিব এবং অভিযান অব্যাহত রাখব।
Leave a Reply