বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগরে বাঁশ বোঝাই নসিমন চাপায় জান্নাত নামে ৮ বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। শনিবার(২৮ আগষ্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর বড় ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা গুরুত্বর আহত ঐ শিশুকে উদ্ধার করে স্থানীয় হেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত জান্নাত হাঁসাড়া ইউনিয়নের আলমপুর উত্তরপাড় এলাকার সৌদি প্রবাসী শামীমের মেয়ে। স্থানীয়রা জানায়, বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর হাট থেকে বাঁশ বোঝাই নসিমনের চালক লাভলু বেপরোয়া ও দ্রুত গতিতে নসিমন চালিয়ে ঘটনাস্থলে পৌছে রাস্তার উত্তর পাড় থেকে পশ্চিম পাড়ে দোকানে আসা শিশু জান্নাত(৮) কে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা জান্নাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে শ্রীনগর থানার এস,আই করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের অভিভাবকরা কোন আইনগত ব্যবস্থা নিতে চান না। বিধায় পুলিশ কোন আইনগত ব্যবস্থা নেয়নি।
Leave a Reply