বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ১২ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে উপজেলার পুকুরে ৬০ কেজি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমির কুমার বাসাক, উপজেলা কৃষি অফিসার শান্তণা রানী, উপজেলা সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী সহ প্রায় সকল দাপ্তরিক প্রধান ও ইউনিয়ন চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
Leave a Reply