সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
ক্রাইম রিপোর্টারঃ মোঃ আল আমিন
আজ দুপুরে উপজেলা মডেল থানাধীন রসুলপুর ব্রীজের উপরে ঢাকা গামী দিশারী পরিবহন(ঢাকা মেট্রো ব ১৩-১৮৬২) এর ধাক্কায় অটোরিকশার ৪ জন যাত্রী সহ অটোর চালক গুরুতর আহত হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মালঞ্চ নেওয়ার পর হামিদা বেগম ও সুমাইয়া নামে দুই নারীর কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের উভয়ের বাড়ী উপজেলার বাস্তা ইউনিয়নে।
আহত অন্য তিনজন স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা যায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম বলেন, এ ঘটনায় গাড়ী চালকে আটক করা হয়েছে, নিহতদের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply