লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। তরলীকরণ করা এই গ্যাসকে অটোগ্যাসও বলা হয়। বাসাবাড়িতে ব্যবহার হওয়া এই গ্যাস এখন গাড়িতেও ব্যবহৃত হচ্ছে। বসতবাড়িতে ব্যবহৃত এই এলপিজি গ্যাস লামা উপজেলায় এখন সিএনজিতে ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কয়েকদিন আগে এইরকম গ্যাসের যান্ত্রিক ত্রুটির কারণে লামার মিরিঞ্জা মাদানীনগর এলাকায় একটি এক্স নোহা গাড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।
এই এলপিজি গ্যাস গাড়িতে ব্যবহার কতটা নিরাপদ ? এই বিষয়ে লামা ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার সচেতন মহল।
Leave a Reply