বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ
চীনের কাছ থেকে উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ নিচ্ছে দেড় শতাধিক দেশ, এবং তার পরিমাণ শুনলে অনেকেরই চোখ ছানাবড়া হয়ে যাবে।
খুব বেশি দিন আগের কথা নয়, যখন চীন নিজেই বিদেশী অর্থসাহায্য নিতো-তবে এখন সবকিছুই উল্টে গেছে।
বিশ্বে নতুন এক জরিপে বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য সকল প্রধান শক্তিধর দেশগুলো অন্য দেশকে নানাবিদ উন্নয়নের জন্য যে অর্থ সহায়তা দিতো এমনকি এখনো দিচ্ছে – সেক্ষেত্রে অন্যান্যদের চেয়ে কমপক্ষে দ্বিগুণ বেশি অর্থ ঋণ দিচ্ছে চীন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উইলিয়াম এ্যাণ্ড মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র এইডডাটা-র এক জরিপে দেখা যাচ্ছে – ১৮ বছর সময়কালে চীন মোট ১৬৫টি দেশে মঞ্জুরি বা ঋণ হিসেবে ৮৪,৩০০ কোটি ডলার এর কম বেশি পরিমাণ অর্থ দিয়েছে এবং তা খরচ হয়েছে ১৩,৪২৭টি অবকাঠামো প্রকল্পে।
তাছাড়া চড়া সুদে ”ঝুঁকিপূর্ণ’ ঋণ” হিসেবে দেয়া এই অর্থের অধিকাংশই হচ্ছে চীনের বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক হতে সংগ্রহ করা।
তবে বর্তমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংএর উচ্চাভিলাষী ‘বেল্ট এ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ বা বিআরআই প্রকল্পের সাথে সম্পর্কিত এর এক বড় অংশ। বিশ্ব বাণিজ্যের নতুন নতুন পথ নির্মাণের জন্য ২০১৩ সালে এ প্রকল্প শুরু হয়েছিলো বলে জানা যায়।
Leave a Reply