মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
শ্রীনগরে মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত শ্রীনগরে মাসিক শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাইট পরিবর্তনে এক কোটি টাকা আত্বসাতের অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা শ্রীনগরে কুকুটিয়ায় দোয়া ও আলোচনা সভা  ৭ই নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লবী দিবসের আনন্দ মিছিল  বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা শ্রীনগর মোবাইলকোট পরিচালনা করে ৬ টি মামলায় নগদ ৫২ হাজার টাকা জরিমানা আদায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ঢাকা -৬ আসনের মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক তিনবারের সফল কাউন্সিলর আবুল বাশার

বিজ্ঞাপন

২ অক্টোবর২০২১ইং “সেবা সপ্তাহ” উদযাপন- লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি এর উদ্যোগে

২ অক্টোবর২০২১ইং “সেবা সপ্তাহ” উদযাপন- লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি এর উদ্যোগে

 

 

সম্পাদকীয়ঃ

 

‘Satisfaction of the Creator is the Service of Creation for Human Welfare’ “মানবকল্যাণে সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি” এই ধারাকে অব্যাহত রেখে- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক৩১৫বি৩ এর অধীনে- 2 অক্টোবর “সেবা সপ্তাহ” উপলক্ষে- লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি এর উদ্যোগে প্রায় ১৮(আঠার)টি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থান আল-রাজী ইসলামিয়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড, বনশ্রী, রামপুরা, ঢাকা।

সেবা কার্যক্রম যথাক্রমে

১, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্লাব প্রেসিডেন্ট নিজ দায়িত্বে প্রায় ৩০(ত্রিশ)ব্যাগ রক্ত কালেকশন করে দেন কোয়ান্টাম মেথড কে

,২,ফ্রী রক্তের গ্রুপ-ক্লাব প্রেসিডেন্ট করান (প্রায় ১০০ জনের)

৩, ফ্রী রক্ত কালেকশন।(প্রায় ১৫০ জনের) ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার মেজবাহুজ্জামান স্পন্সর করেন।

৪, ফ্রী ডেন্টাল চেকআপ-( প্রায় ৫০জন )ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল হোসেন সরকার স্পন্সর করেন ৫, ফ্রী ডায়াবেটিকস সচেতনতা ও পরীক্ষা(প্রায় ২০০জনের) -ক্লাব ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার এনামুল হক পাটোয়ারী স্পন্সর করেন।

৬, ফ্রি মেডিকেল চেকআপ ( প্রায় ৩০০ জনের) ক্লাব ট্রেজারার স্পন্সর করেন

৭, ফ্রী ডেন্টাল টুথপেস্ট(মেডিপ্লাস) টুথব্রাশ বিতরণ – (প্রায় ২০০ জনের)ক্লাব মেম্বার লায়ন আব্দুল মমিন স্পন্সর করেন।

৮, পথশিশুদের মাঝে খাবার বিতরণ ।(প্রায় ২০০ জনের) ক্লাব সেক্রেটারি লায়ন হারুনুর রশিদ পি এম জে এফ স্পন্সর করেন।

৯, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাতা কলম পেন্সিল বক্সসহ ইরেজার, সাফনার বিতরণ। ( প্রায় ১৫০ শিক্ষার্থীর মাঝে ) ক্লাব সেক্রেটারি পিএমজেএফ স্পন্সর করেন

১০, ফ্রি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।(প্রায় ১০০ জনের মাঝে) ক্লাব ফাস্ট জয়েন্ট সেক্রেটারি লায়ন ডাক্তার মিজানুর রহমান স্পন্সর করেন।

১১, ফ্রি ধর্মীয় বই বিতরণ। (প্রায় ২০০ জনের মাঝে) ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন রিপন আকন স্পন্সর করেন

১২, ফ্রি মেডিসিন বিতরণ।( প্রায় ২০০ জনের মাঝে) ক্লাব মেম্বার লায়ন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান খান স্পন্সর করেন।

১৩, ফ্রি প্রায় পাঁচ হাজার গাছ বিতরণ (বৃক্ষরোপন কর্মসূচী)-ক্লাব প্রেসিডেন্ট ও ফাস্ট ভাইস প্রেসিডেন্ট যৌথ উদ্যোগে স্পন্সর করেন।

১৪, পরিবেশগত ভারসাম্যের উপর ফ্রী ক্যাম্পিং।(রামপুরা ও খিলগাঁও থানা দিন এলাকায় মাইকিং সহ বিভিন্ন কর্মসূচি করা হয়) ক্লাব থার্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন সাইফুল ইসলাম সরকার স্পন্সর করেন।

১৫, কমিউনিটি হেলথ এর উপরে সচেতন মূলক ক্যাম্পিং-(আল-রাজী মডেল স্কুল ক্যাম্পাসে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের কে নিয়ে)ক্লাব মেম্বার লায়ন মজিবুর রহমান চৌধুরী রিপন স্পন্সর করেন।

১৬, ফ্রি ডেঙ্গু পরীক্ষা (প্রায় ৩০ জনের)-ক্লাব ট্রেজারার স্পন্সর করেন।

১৭, ফ্রী চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ। (প্রায় ২৫ জনের ) ক্লাব মারকেটিং কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন মিজানুর রহমান চৌধুরী স্পন্সর করেন।

১৮,কোভিট-১৯  অ্যাওয়ারনেস (ভিআইপি মাক্স) ডিস্ট্রিবিউশন প্রায় একহাজার পিস।

স্পন্সর হিসেবে ক্লাব সেক্রেটারি লায়ন হারুনুর রশীদ পি এম জে এফ  উপস্থিত ছিলেন। 

দিন ব্যাপী উক্ত অনুষ্ঠানে- উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাব্স্ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট  ৩১৬ বি-৩ এর ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ডাক্তার সিরাজুল হক চৌধুরী এমজেএফ। সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ফারহানা নাজ এমজেএফ। ডিস্ট্রিক্ট ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস হাসান বাণী। অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান- লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম রিপন।

অক্টোবর সার্ভিস কমিটি সেক্রেটারি লায়ন ফেরদৌসী সালাম। সার্ভিস কমিটি ট্রেজারার লায়ন তৌহিদুর রহমান বিশ্বাস। ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর লায়ন তরিকুল ইসলাম। লিও ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাহবুবুর রহমান। লিও প্রেসিডেন্ট- সুমন ও সিটি বনশ্রী ক্লাব প্রেসিডেন্ট লায়ন শফিকুল ইসলাম।ক্লাব গার্ডিয়ান লায়ন জাহাঙ্গীর আলম এমজেএফ । আল-রাজী ইসলামিয়া হসপিটাল এর পরিচালক বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মহোদয়গণ সহ খিলগাঁও থানা অধীনস্থ দাসেরকান্দি, ফকিরখালী, বেরাইদ, নাগদারপার বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দা গণ (যারা সেবা গ্রহণ করেছেন) রামপুরা থানা বাসিন্দাগন সহ অনেকে।

লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি প্রকৃত মানবসেবা, মানবতার সেবার ব্রত নিয়ে এসেছে সেবা দিয়ে, সেবার মাধ্যমে ডিস্ট্রিক এ প্রথম স্থান অর্জন সহ আন্তর্জাতিকভাবে সুনাম-সুখ্যাতি অর্জন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে ও কামনা করে।

সকলের নিকট দোয়া চাহিয়া সকলে তাদের নিজস্ব মতবাদ প্রকাশ করেন।

দ্রষ্টব্য: তবে উক্ত অনুষ্ঠানের সহযোগীতায় যারা স্ব স্ব পরিশ্রম দিয়েছেন তাতে তারা সকলেই পরিপূর্ণ  পরিতৃপ্ত বোধ সহিত আগামীতে আরো বড় আকারে এই সকল সামাজিক সেবা  সঠিকভাবে দেয়ার আশ্বাস প্রত্যয় করেছেন। জয় হোক লায়নিজম। ধন্যবাদ চার্টার ক্লাব প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সম্পাদক ও প্রকাশক

No description available.

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ ওমর ফারুক চৌধুরী

ভারপ্রাপ্ত সম্পাদকঃ ইঞ্জিঃ সোহরাব হোসেন শাহেদ

সহঃ ভারপ্রাপ্ত সম্পাদকঃ রিফাত আহম্মেদ

নির্বাহী সম্পাদকঃ মোল্লা মোহাম্মদ হাসান

বার্তা সম্পাদকঃ মোঃ লস্কর আলী

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ সগির আহম্মেদ

অফিসঃ৪৮/বি, পশ্চিম যাত্রাবাড়ী,ঢাকা-১২০৪।

ওয়েব সাইট-www.bortomanjonojibon.com

নিউজ মেইলঃ newsbortomanjonojibon@gmail.com

যোগাযোগ- ০২-৭৫৪২৩১২

এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Bangla Webs