মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী রের্কডী জনচলাচলে একটি সোজা রাস্তা বাঁকা করে দিয়ে ব্যক্তিগত বহুতল মার্কেট নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার চকবাজার জামে মসজিদ হতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাস্ট্যান্ডে যাওয়ার পাকা সোজা রাস্তাটি বাঁকা করে দিয়ে এবং ২/৩ ফসলী কৃষিজমি মাটি ভরাট করে বহুতল মার্কেট নির্মানের অভিযোগ উঠে পদ্মা ফিউচার পার্কের মালিক মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে।
সরেজমিনের গিয়ে দেখা যায়, উপজেলার চকবাজার জামে মসজিদ হতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বাস্ট্যান্ডে যাওয়ার সোজা রাস্তাটি শ্রীনগর মৌজার সিএস,এস এ ও আরএস সরকারী রেকর্ডীয় রাস্তা। গত কয়েক বছর আগের রাস্তার দক্ষিনে পাশে থাকা ২/৩ ফসলী কৃষিজমি মাটি ভরাট করে বহুতল মার্কেট নির্মাণ করেন পদ্মা ফিউচার পার্কের মালিক মোঃ সিরাজুল ইসলাম। এই বহুতল মার্কেটটি নির্মান কবরার সময় মার্কেটের মালিক সরকারী খাস জমিসহ রাস্তার দক্ষিনের পাশের রাস্তার জমিতে গিয়ে মার্কেটির নির্মান করেন। ফলে সরকারী রেকর্ডীয় সোজা রাস্তাটি রংধনুর মত বাঁকা হয়ে সরকারী স্বার্থজড়িত পল্লীবিদ্যুাতের সম্পত্তিতে গিয়ে পড়ে।
মার্কেট নির্মানে এমন জনবহুল রাস্তাটি বাঁকা হওয়া যানচলাচলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূঘর্টনা। ব্যক্তিগত মার্কেট নির্মানে বেজগাঁও গ্রামের জামাল হোসেন বলেন, এই মার্কেট করার সময় আমাদেরও কিছু জায়গাসহ সরকারী খাস জমি দখল করে মার্কেট নির্মান করে।
মার্কেটটি নির্মান করার ফলে সরকারী সোজা রাস্তাটি বাঁকা হয়ে গেছে।
এব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী(এলজিইডি) শরিফুল ইসলাম বলেন, আমরা নতুনভাবে কোন রাস্তা করতেছি না। রাস্তাটি যেভাবে ছিল সে রাস্তার দুইপাশে সমপরিমানে বাড়িয়ে সংস্কার করতেছি।
Leave a Reply