বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজন। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য এড.মৃণাল কান্তি দাস এমপি।
এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নে ৭৮টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনে যান তিনি।
এড.মৃণাল কান্তি দাস এমপি পূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার ফলে সকল পূজারীবৃন্দগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, উপজেলা পুজা কমিটির সভাপতি স্বপন কুমার মোদক, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মন্দির কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply