রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হারুন- অর- রশিদের বাসভবনে উঠান বৈঠক।
২৪ অক্টোবর রবিবার বিকাল সাড়ে ৪টায়, শ্রীনগর উপজেলার বাঘড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের বাসভবন রুদ্রপাড়ার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শামসুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদ বেপারী, প্রধান বক্তা মনির হোসেন বেপারী।
এ সময় বক্তব্য রাখেন কাইয়ুম, আবু কালাম মির্ধা, ওমর কাজী, গিয়াস মেম্বর প্রমূখ। চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশিদ খান তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে জীবন বাজি রেখে যেভাবে যোদ্ধ করে দেশের জাতীয় পতাকা এনে দেশ স্বাধীন করেছি, জনগণ যদি, আমাকে ভোট দেন তাহলে আমি প্রতিজ্ঞা করছি,শপথ নিচ্ছি,ইউনিয়ন হতে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, মাদক মুক্ত করব ইনশাআল্লাহ।
Leave a Reply