ক্রাইম রিপোর্টারঃ মোঃ আল আমিন
দেশের বিভিন্ন স্থানে নানান চক্রের প্রথম ও প্রধান টার্গেট এখন পারলারে সাজতে আসা অল্পবয়স্ক উঠতি বয়সের সুন্দরী তরুনীদের।
সু-কৌশলে পরিচিত হয়ে গড়ে তুলে ঘনিষ্ট সম্পর্ক। পরে ফেসবুক ম্যাসেনজারের মাধ্যমে শুরু হত কথা চালাচালি। অর্ক আয়ের লোভ দেখিয়ে টিকটক ভিডিও ও ,শর্টফ্লিম বানানো, ইউটিউব চ্যানেলে সম্প্রচার ও টেলিভিশনে মডেল বানানোর কথা বলে দেয়া হত প্রস্তাব।
তবে মডেল বানানোর প্রলুদ্ধ করে সু- কৌশলে নির্ধারিত ভাড়া বাসায় ডেকে এনে আটক রেখে চলে পৈচাশিক নির্যাতন,ইচ্ছার বিরুদ্ধে ধারন করা হত পর্ণ ভিডিও করানো হত দেহ ব্যবসা।
সামাজিক মাধ্যমে পর্ণভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয় হয়।নির্যাতন থেকে মুক্তি পেত অভিভাবকের নিকট থেকে চাওয়ানো হত মোটা অংকের মুক্তিপন।
দীর্ঘ দিন ধরে এমন একটি সংঘবদ্ধ চক্র ঢাকা মহানগর সহ ঢাকা জেলার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে চালাচ্ছিল তাদের এ কার্যক্রম।
সোনিয়া নামের এক ভিকটিমের দেয়া তথ্য মতে মঙ্গলবার সন্ধায় দক্ষিণ কেরানীগঞ্জে হাসনাবাদ মোকামপাড়া ১নং হাউজিং প্লটের নান্নু মিয়ার বাড়ীর ২য় তলার একটি ফ্ল্যাট থেকে চক্রের মূল হোতা নারী সদস্য নরিতা ওরফে সুরাইয়া পিয়াকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
তবে তার সহযোগী মারুফ আহম্মেদ পালিয়ে যায়।এছাড়াও আটক কৃত চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা করছে বলে জানান থানা পুলিশ।
সকালে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহবুদ্দিন কবীর বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
সুত্র- কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহবু্দিন কবীর
Leave a Reply