মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
২৮অক্টোবর বৃহস্পতিবার শ্রীনগর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃহাছেন শেখ(খোকন) আজ পাটাভোগ ইউনিয়নের বেজগাও, পাটাভোগ, বাসাইলভোগ, হোগলাগাও, কামারখোলা ও মাশুরগাও সর্বস্তরের মানুষের সাথে ব্যাপক গনসংযোগ করেন।
মোঃহাছেন শেখ(খোকন) প্রতীক পাওয়ার পর থেকেই পাটাভোগ ইউনিয়নের বিভিন্ন স্থানে আনারস মার্কায় ভোট চেয়ে জনসমর্থন অর্জনে মতবিনিময় ও প্রচার শুরু করেছেন। যুব সমাজের প্রতিনিধি হিসেবে এই প্রবীন আওয়ামীলীগ নেতা সাংবাদিকদের একান্ত আলাপচারিতায় বলেন, শ্রীনগর উপজেলায় পাটাভোগ ইউনিয়নে তার নিজের রাজনৈতিক গ্রহনযোগ্যতা রয়েছে সর্বস্তরের মানুষের কাছে বলে দাবী করে আসছেন।
তাছাড়া তিনি আরো দাবী করেন যে, তিনি বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন আওয়ামী লীগ সৈনিক।
আগামী ১১নভেম্বর তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটাররা মোঃহাছেন শেখ(খোকন) ‘কে নির্বাচনের সারাদিন আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশা করি।
এছাড়া তিনি সকল নেতাকর্মী ও ভোটারদের সহযোগীতা এবং ভোট ও দোয়া কামনা করছেন বলে জানান।
পাটাভোগ ইউনিয়নে সর্বস্তরের মানুষের সাথে জনসংযোগ কালে মোঃ হাছেন শেখ (খোকন) নানান প্রতিশ্রুতি প্রদান করে আরোও বলেন যে,তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে পাটাভোগ ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেছেন।
তাছাড়া দলীয় প্রতীক না দিলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মী ও ভোটারদের সহযোগীতায় জয়ের জন্য মোঃ হাছেন শেখ (খোকন) শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
আনারস মার্কায় পাটাভোগের চেয়ারম্যান হয়ে জনগণের পাশে থেকে উন্নয়ন করে এলাকা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ দুর করে সুখী, সমৃদ্ধ পাটাভোগ ইউনিয়ন উপহার দিতে চান বলে সকলের উদ্দেশ্যে মতামত প্রকাশ করেন।
Leave a Reply