বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
শ্রীনগরে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাটাভোগ ৮নং ইউপি সদস্য ও পাটাভোগ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ এই জরিমানা পরিচালনা করেন।
পাটাভোগ ইউনিয়নের নৌকার প্রার্থী হামিদুল্লাহ খান মুন এর নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ সালের ৩১/২ ধারা মোতাবেক সাউন্ড সিস্টেম বাজানোর দায়ে ৫ জন কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরা হলো মোঃ সেলিম মীর, পিতা শাহজাহান মিয়া, মোঃ মহিউদ্দিন খান ,পিতা খলিলুর রহমান খান, মোঃ আল-আমিন, পিতা ফজলুর রহমান, মোঃ আজাদ (ড্রাইভার) মো:ফজলু হক খালাসী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ আরো বলেন যে আসন্ন ইউনয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
তাছাড়া রাষ্ট্রনায়ক ও জনগনের নয়নের মনি গরীবের বন্ধু জননেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলমত নির্বিশেষে সকল রাজনীতিবিদদের অন্যায় ও দুর্নীতি হতে বিরত থাকার আহব্বান জানিয়েছেন।এ ক্ষেত্রে তার দলের হউক বা অন্য যে কোনো দলের হউক না কেনো কাউকেই ছাড় দেয়া হবে না বলে সর্বদাই ঘোষণা করে আসছেন,এমনকি সকলকে তা মেনে চলার আহব্বান ও জানিয়েছেন তিনি।
Leave a Reply