লামা-আলীকদম প্রতিনিধি: ইসমাইল হোসেন
বান্দরবান জেলার লামা উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত সদস্য পদে ৬৫ জন ও সাধারণ সদস্য পদে ২২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ৫৭ হাজার ৯৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৯৬৯ জন ও নারী ভোটার ২৮ হাজার ১৫ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৪টি।
উপস্থিতি প্রায় ৯০% ভোটাধিকার প্রদান করেছেন বলে জানা গেছে।
গজালিয়া ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী বাবু বাথোয়াইচিং মার্মা বিজয়ী হয়।
লামা সদর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী – মিন্টু কুমার সেন, বিজয়ী হন।
লামার রুপসী পাড়া ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী ছাচিং প্রু মার্মা বিজয়ী হন।
ফাঁসিয়া খালী ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী মোঃ নুর হোসেন চৌধুরী বিজয়ী হয়।
সরই ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী মোঃ ইদ্রীস কোম্পানি বিজয়ী হয়।
ফাইতং ইউনিয়নে নৌকার প্রার্থী মোঃ ওমর ফারুক বিজয়ী হয়।
৪ নং আজিজনগর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী জসিম উদ্দিন কোং বিজয়ী হয়।
উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ টি ইউনিয়নের কোন কেন্দ্রেই কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পেরে ভোটারা আনন্দিত। শতভাগ সুষ্ঠু ভোট হয়েছে বলে দাবি করেন প্রার্থীগণ।
Leave a Reply