বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:-
পরিবেশের ভারসাম্য রক্ষায় শ্রীনগরে ব্যক্তি উদ্যোগে ১’শ গাছের চারা রোপন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামের নিমতলী জিরো পয়েন্ট থেকে সাংবাদিক জাকির লস্কর বাড়ি পর্যন্ত গাছের চারা রোপন করেন পরিবেশবিদ ও সাংবাদিক জাকির লস্কর। ব্যক্তিঅর্থায়নে উপজেলার বীরতারা ইউনিয়নে বিভিন্ন স্থানে গাছের চারা রোপনের অংশ হিসেবে তিনি এ গাছের চারা রোপন করেন।
সাংবাদিক জাকির লস্কর বলেন, জলবায়ু বিবর্তনের কারণে পৃথিবী দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মানুষ নির্বিচারে বৃক্ষ নিধন করছে কিন্তু গাছ লাগাচ্ছে না। যে কারণে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। আমার সাধ্যমত আমি চেষ্টা করছি পরিবেশের এই ভারসাম্য রক্ষার জন্য। তাই উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করছি।
এর আগেও বজ্রপাত প্রতিরোধে তাল চারা রোপন করেছি। সমাজের সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহŸান জানান তারা যেন গাছের চারা রোপন করেন।
Leave a Reply