মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদনঃ
আজ ২২ নভেম্বর ২০২১ইং সোমবার সন্ধ্যায় ইসলাম টাওয়ার, রামপুরা ঢাকা।জেলা 315 b3 এর অধীন লায়ন্স ক্লাব অব এলিট বনশ্রী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন শফিউল করিম শফিক ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদোন্নতি হওয়ায় লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা সহ সংবর্ধনা দেওয়া হয়।
দ্রষ্টব্য :- সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫ বি৩ এর সেকেন্ড ভাইস গভর্নর লায়ন ফারহানা নাজ এমজেএফ। বিশেষ অতিথি ফাস্ট পিডিজি লায়ন এম এ মতিন। লায়ন জহিরুল হক চৌধুরী লায়ন্স ক্লাব অব বে অফ বেঙ্গল, লায়ন্স ক্লাব অব সিটি বনশ্রী, লায়ন্স ক্লাব অব এলিট বনশ্রী ও লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি নেতৃবৃন্দ। ক্লাব গার্ডিয়ান লায়ন জাহাঙ্গীর আলম এমজেএফ এর উপস্থাপনায় নেতৃবৃন্দ বক্তব্য দেন। ক্লাবস্যাটেলাইট সিটি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাব ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল হোসেন সরকার- চেয়ারম্যান আল রাজি ইসলামিয়া হাসপাতাল। ক্লাব ট্রেজারার ও চার্টার নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন ইন্জি: এনামুল হক পাটোয়ারী , ব্যবস্থাপনা পরিচালক আল-রাজী ইসলামিয়া হাসপাতাল। চার্টার নাইট উদযাপন কমিটির সেক্রেটারি লায়ন মুজিবুর রহমান চৌধুরী রিপন ও সদস্য লায়ন আব্দুল মুমিন। স্যাটেলাইট সিটি ক্লাব প্রেসিডেন্ট তার বক্তব্যে লায়ন শফিউল করিম শফিক ভাইয়ের পদোন্নতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এবং আগামী দিনে প্রতিযোগিতা নয় সহযোগিতা হয়ে সেবার ব্রত নিয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন্স এর ব্যানারে আরো ভালো কিছু করবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি। জেলা ৩১৫ বি৩। চার্টার ক্লাব প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন। লায়ন মোঃ হাসান কবির সিদ্দিকী মুন্না।
Leave a Reply