মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদনঃ
“লায়ন্স ক্লাবের সদস্য হওয়ার বিশেষ সুযোগ”
বিশ্বের সর্ববৃহৎ ও প্রাচীনতম আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব। ২০২০-২০২১ লায়ন্স বর্ষে বিশ্বব্যাপী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রকোপ থেকে অসহায় মানুষদেরকে সেবা ও সর্বোচ্চ সহযোগিতার উদ্দেশ্যে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল নতুন লায়ন সদস্য বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
লায়ন্স বর্ষে ২০২১-২০২২ লায়ন্স ক্লাব এর নতুন সদস্য আহব্বান করা হচ্ছে। লায়ন্স ক্লাবের সদস্য হতে হলে একজন ব্যক্তির মধ্যে তিনটি বিশেষ গুনাবলী থাকা।
যা আবশ্যকঃ ১। অসহায় মানুষের ১,সেবা_করার_মানসিকতা। ২, দুঃস্থ মানুষদের সয়াহতার আর্থিক সামর্থ্য।
৩, লায়ন্স কার্যক্রমে অংশগ্রহণের জন্য সময়।
আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের সদস্য হতে আগ্রহীরা এই বিশেষ সুযোগটি গ্রহণ করে সদস্য হতে পারেন।
প্রয়োজনে সরাসরি ফোনে ইনবক্স Send_Message হোয়াটসঅ্যাপ অপশন এ যোগাযোগ করুন।
যোগাযোগ নাম্বার ০১৭১২৭৩৭৫৮৪।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল। জেলা ৩১৫বি৩ লায়ন্স ক্লাব অব ঢাকা স্যাটেলাইট সিটি।
চার্টার প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন লায়ন মো: হাসান কবির সিদ্দিকী মুন্না।
Leave a Reply