বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
মুন্সিগঞ্জ শ্রীনগর প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
মঙ্গলবার দুপুর ২টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
লৌহজং উপজেলার ৯টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন- মেদিনী মন্ডল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, কুমারভোগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার, হলদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কনকসার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বেজগাও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক ইকবাল মৃধা, বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গাওদিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. শহীদুল ইসলাম ফকির, কলমা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম ফকির (সাগর)।
উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ১০ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এর প্রেক্ষিতে ২৩ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়নবোর্ড উপজেলার ৯টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন। এদিকে লৌহজং-তেউটিয়া ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেওয়া হয়নি।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৯ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং আগামী ২৩ ডিসেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
Leave a Reply