মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
মোহাম্মদ জাকির লস্কর মুন্সীগঞ্জঃ
চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
গতকাল মঙ্গলবার (২৩নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবার সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকার মাঝি যারা হলেন- উপজেলার চিত্রকোট ইউনিয়নে শামছুল হুদা বাবুল । শেখর নগর ইউনিয়নে দেব্রত সরকার । রাজানগর ইউনিয়নে মো: মজিবর রহমান , কেয়াইন ইউনিয়নে মো: আশ্রাফ আলী, বাসাইল ইউনিয়নে সাইফুল ইসলাম যুবরাজ। লতব্দী ইউনিয়নে এস,এম সোহরাব হোসেন, বালুচর ইউনিয়নে এ এস এম শাহাদত হোসেন। রশুনিয়া ইউনিয়নে মোহাম্মদ ইকবাল হোসেন, বয়রাগাদী ইউনিয়নে মো. শহিদুল্লাহ, ইছাপুরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, মালখানগর ইউনিয়নে সানজিদা আক্তার, মধ্যপাড়া ইউনিয়নে মো: করিম শেখ। জৈনসার ইউনিয়নে মো: আবুল খায়ের বেপারী , কোলা ইউনিয়নে মীর লিয়াকত আলী।
এই উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। উলেক্ষ্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরে হচ্ছে না। আগামী ২৬ ডিসেম্বর এই ধাপের ভোটগ্রহণ হতে পারে। ওই দিন এইচএসসি পরীক্ষা থাকার কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখে পরিবর্তন আনার এ সিদ্ধান্ত নেয়।
মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ন কবীর খোন্দকার। আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষার সূচি রয়েছে। ওইদিন চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন রেখেছে ইসি।
Leave a Reply