বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
শ্রীনগর( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার বাঘড়া শশ্মানের স্থান পরিবর্তন দাবিতে শান্তি পূর্ণ মানববন্ধন। বাঘড়ায় সরকারী পোস্ট অফিসের জায়গায় শ্মশান যাতে না করা হয়। এই জন্য মানববন্ধন করেছে ইউনিয়নের সর্বস্তরের জনগন। শনিবার(১১ ডিসেম্বর) উপজেলার বাঘড়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বাঘড়ার বাজার সংলগ্ন পদ্মা নদীর পাড় বেষ্ঠিত রাস্তায় ইউনিয়নের সহস্রাধিকের অধিক লোকের এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, বাঘড়া মৌজার বাজার সংলগ্ন ৩৩ শতাংশ জমি পূর্বে সরকারী পোস্ট অফিসের নামে ছিল। পরবর্তিতে খাস না দেয়া উক্ত সম্পত্তি ১নং খাস খতিয়ান ভুক্ত হয়। পরে বিশ্বদাস দাস নামে একজন উক্ত সম্পত্তি শশ্মান করার নামে লীজ আনেন। এলাকাবাসীর দাবী আমাদের এখানে মুসলিম অধ্যষুশিত এলাকা আর বাঘড়া বাজারের পশ্চিম পাশে হিন্দু অধ্যাষুশিত এলাকা ঐ খানেও পন্মানদীর পাড়ের সরকারী অনেক সরকারী খাস জমি রয়েছে সেখানে শশ্মান করার অনুরোধ জানিয়ে বাঘড়া ইউনিয়নে পোস্ট অফিসের জায়গা ফিরিয়ে দেয়ার আহবান জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, মোস্তফা বেপারী,আবুল শিকদার, সাখাওয়াত বেপারী, ওসমান বেপারী, মমিন বেপারী, হারুন বেপারী, ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, জাগ্রত বিবেকের প্রোঃ হামিদুর রহমান, মোহাম্মদ আলী, রকিবুল হাসান মোশারফি, শাহারিয়ার আবেদীন রিফাতসহ বাঘড়া ইউনিয়নের সহস্রাধিক জনগন।
Leave a Reply