মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন
গণ কবি পথ শিল্পী কলমেঃ নিজামউদ্দিন
আমি শেখ রাসেল বলছি হে আমার জন্মদাতা আপনি মহান নেতা
বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
বাংলাদেশে এ কেমন স্বাধীন ? কীসের স্বাধীন ? কোথায় স্বাধীন ?
কোথায় আপনার সেই পবিত্র রাজনীতি ?
সাড়ে সাতকোটি জনতার সেবায়
ধন্যা দিয়েছেন আপনি বিশ্বের দরজায়
কোথাও নেই আপনার পবিত্র রাজনীতি
দেশে চলছে আজ ক্ষমতা লোভী দূর্নীতি ।
বিলুপ্ত বিলীন হচ্ছে পবিত্র রাজনীতি
নৌকার শক্ত হালে ঘুণ ধরেছে
টের পাচ্ছে না আপনার সুযোগ্য কন্যা বর্তমান রাজনীতি ঢেউয়ের গতি ।
আসুন দেখুন আপনার কাঙ্খিত বাংলায় সপ্নের বাংলাদেশ বালি চড়ায়
মুখ থুবড়ে নৌকা উল্টিয়ে তলায় আলকাতরা লাগায় বিশুদ্ধ দুষ্ট বাতাসে আছে কোন অবস্থায় ।
হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে এখন চলে ট্রাক ট্রাক্টর গরুর গাড়ি
দুপুরের রৌদ্রে তপ্ত বালুকণা ভেসে বেড়ায়
ক্ষমতা লোভে দলের ভাইকে খুন করে ওরা দুর্গন্ধ ছড়ায় ।
পদ্মা মেঘনা গৌরী যমুনা আগামীতে থাকবেনা বহমান
আসুন দেখে জান শ্রদ্ধেয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
বিদেহী আত্মার করুণ আর্তনাদ শেষ শ্রদ্ধা জানিয়ে লিখছি আমি এ ভাবে দূর্নীতির রাজনীতি চলতে থাকলে আগামীতে বিলুপ্ত হবে জয়বাংলা শ্লোগান। জয়বাংলা জয় বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান ।
Leave a Reply