রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
বিজয় দিবসে মুন্সীগঞ্জ শ্রীনগরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেছে শ্রীনগর উপজেলা বিএনপি। বিজয় র্যালি করে শ্রীনগর উপজেলা বিএনপির।
দেউলভোগ শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে দাড়িয়েই বিভিন্ন শ্লোগান দিতে থাকে তারা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র মুন্সীগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কালাম কানন, সাবেক মুন্সীগঞ্জ সেচ্চাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন, শ্রীনগর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রীনগর সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন জেমস, শ্রীনগর আহবায়ক সেচ্ছাসেবকদল নজরুল ইসলাম পার্থসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Leave a Reply